বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসলে নেমে ফাতেমা আদুরী (১৭) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার ডেবডাঙ্গা এলাকার বাঙালি নদীতে এ ঘটনা ঘটে। আদুরী বগুড়া শহরের জয়পুর পাড়ার বাসিন্দা মকবুল শেখের মেয়ে। সে ক্যাপ্টেন মাল্টিমিডিয়া পাবলিক স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের তরফদার পাড়ায় বান্ধবী রত্নার বিয়েতে অংশ নিতে গিয়েছিলেন আদুরী। দুপুরের পর অতিরিক্ত গরমের কারণে কয়েকজন বান্ধবীসহ বাঙালি নদীতে গোসলে নামেন। এক পর্যায়ে হঠাৎ নদীর স্রোতে তলিয়ে যান আদুরী। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।