৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বাবা হারালেন নায়িকা পপি

spot_img

বিনোদন ডেস্ক: ঢাকার চলচ্চিত্র অভিনেত্রী সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন মারা গেছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তিনি মারা যান। পপির পারিবারিক একটি সূত্র সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, কয়েক বছর ধরেই পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বেশ কয়েক মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল তাকে।

একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকা দীর্ঘ তিন বছর ধরে অন্তরালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। প্রথম দিকে তার এ অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়।

গত বছরের শেষের দিকে জানা যায় গোপন ঘর বেঁধেছেন পপি। একটি সন্তান জন্ম দিয়েছেন তিনি। আরও জানা যায়, ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পপি। তার স্বামীর নাম আদনান কামাল এবং একমাত্র সন্তানের নাম রেখেছেন আয়াত। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডি বসবাস করছেন পপি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ