শাজাহানপুর বার্তা ডেস্ক রিপোর্ট:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি। রবিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এ বৈঠক শুরু হয়।
রবিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি জানান, মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব ইগাই-ও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক থেকে বেরিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জাপানের সঙ্গে আমাদের বন্ধুত্ব, আমাদের পার্টনারশিপ অনেক। দুই দেশের সম্পর্ক অনেক লম্বা। এই দেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘বৈঠকে নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা কনসার্ন। তারা বোঝার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে এসব বিষয় আলোচনায় এসেছে।’
বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে খসরু বলেন, ‘এসব বলবো না।