৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বিএসএফ’র গুলিতে আহত বাংলাদেশী এক যুবক

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্তে ভারতীয় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। গুলিবিদ্ধ যুবকের নাম মো. শামসুল হক (২৫)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন বিজিবি।

জানা যায়, সোমবার (১৯মে) ভোরে রাজাপাড়া সীমান্ত পিলার ১২১১নং দিয়ে ভারতের অভ্যন্তরে ভারতীয় চোরাইপণ্য বহন করে আনার জন্য সামসুল সহ ৪-৫ জন সীমান্তে চোরাই পথে ওপারে যায়। এসময় চিনাকান্দি বিজিবি ক্যাম্পের বিপরীতে ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের রাজাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি করলে শামসুল হকের বাম হাতে ২টি ছড়রা গুলি লেগে গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ সামসুল হকের সঙ্গে থাকা লোকজন তাকে আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করেন।

সামসুল হকের পরিবার বলেছেন, গুলিবিদ্ধ শামসুল হককে সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে গেছে। তিনি এখন আশংকা মুক্ত।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. নাজমুস সাকিব জানিয়েছেন, শামসুল হক নামের একজন বাম কাধের শোল্ডারে গুলির আঘাত পেয়ে সকালে এসেছিলেন চিকিৎসা নিয়ে চলে যান।

প্রসঙ্গত, সুনামগঞ্জ জেলার ৯০ কিলোমিটার সীমান্তে কড়া নিরাপত্তা ও অতিরিক্ত টহলের ব্যবস্থা করেছে বিজিবি’র ২৮ ব্যাটেলিয়ান। সীমান্তবর্তী এলাকার জনগণকে জানানো হয়েছে, ওখানে (ভারতে) শুক্রবার রাত থেকেই অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। চোরাকারবারি এবং অন্যান্য অপরাধীর অনুপ্রবেশের ঝুঁকি বৃদ্ধির কথা উল্লেখ করে পূর্ব খাসি পাহাড় প্রশাসন আন্তর্জাতিক সীমান্ত থেকে ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রাত ৮টা থেকে কারফিউ জারি করেছে।

জেলা ম্যাজিস্ট্রেট আর.এম. কুরবাহের মতে, সীমান্তবর্তী এলাকাগুলির কারণে এই অঞ্চলটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, কারফিউ আদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টাকারী ব্যক্তিদের চলাচল, লাঠি ও পাথরের মতো সম্ভাব্য অস্ত্র নিয়ে পাঁচ বা ততোধিক লোকের জমায়েত এবং গবাদি পশু, সুপারি, শুঁটকি মাছ, সিগারেট এবং অন্যান্য নিষিদ্ধ পণ্য পাচার নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর এবং দুই মাস বলবৎ থাকবে, যদি না আগে প্রত্যাহার করা হয়।

সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানালেন, সীমান্তের ওপারে ভারতীয় সীমানায় কারফিউ চলছে। এরমধ্যেই কয়েকজন ওপারে যাওয়ার চেষ্টার সময় বিএসএফ তাদেরকে ছত্রভঙ্গ করতে গুলি করে। এসময় শামছুল হক গুলিবিদ্ধ হয়। বর্তমান প্রেক্ষাপটে সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা বিধানে বিজিবি সর্বদা প্রস্তুত। সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি সিভিল প্রশাসনসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী বিজিবিকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। এছাড়াও, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বিজিবিকে বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।

এদিকে ভারতের এক গণমাধ্যম থেকে জানাযায়, Night curfew imposed along Indo-Bangladesh border in Meghalaya (মেঘালয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে রাত্রীকালীন কারফিউ জারি) শিরোনামে সংবাদে লিখেছে, মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় এবং পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলার জেলা ম্যাজিস্ট্রেটরা অনুপ্রবেশ, আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ রোধে ভারত-বাংলাদেশ সীমান্তের বেড়াবিহীন অংশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছেন।

সুনামগঞ্জের স্থানীয় এক পত্রিকায় উল্লেখ করা হয়েছে, সীমান্তের ওপারে দুই মাস কারফিউ থাকবে তাছাড়া বর্তমান ভারত ও বাংলাদেশের সীমান্তে খুব চঞ্চলতা সৃষ্টি হয়েছে তাই সীমান্তে কঠোর নিরাপত্তা, সতর্কতা জারি করেছেন বিজিবি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ