৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বৃষ্টিতে ডুবছে ঢাকা

spot_img

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি, এখনো থামেনি বৃষ্টি। টানা এই বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ।

প্রয়োজনীয় কাজে বের হওয়া অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও অনেকেই পাচ্ছেন না রিকশা বা কোনো বাহন। মাঝে মাঝে দু-একটি রিকশা বা সিএনজি পাওয়া গেলেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। কেউবা আবার বাড়তি ভাড়া না গুনে হাঁটু পানির মধ্যেই বৃষ্টিতে ভিজে ছুটে চলছেন গন্তব্যে।

শুক্রবার (৩০ মে) সকালে রাজধানীর কুড়িল, তেজগাঁও, কারওয়ান বাজার, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুর বাসাবো ও মুগদা, যাত্রাবাড়ী এলাকায় এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর বেশিরভাগ এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এ সমস্যায় বড় ভুক্তভোগী মান্ডা, মুগদা, বাসাবো, মতিঝিল ও কমলাপুরের মানুষ। এসব এলাকার সড়ক দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে। ফলে ঘরমুখো মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনো বাহন পাচ্ছেন না। অনেকে হাঁটু পানির মধ্যেই ছুটে চলেছেন গন্তব্যের দিকে। মাঝে মধ্যে কেউ রিকশা অথবা সিএনজি পেলেও গুনতে হচ্ছে তিন থেকে চারগুণ ভাড়া।

তীব্র জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন ফুটপাতের দোকানিরাও। ফুটপাতে বসা বেশিরভাগ দোকানই বন্ধ। কিছু দোকান খোলা থাকলেও বেচাকেনা নেই বলে জানিয়েছেন বিক্রেতারা।

মগবাজার থেকে মতিঝিলগামী একযাত্রী বলেন, কোনো রিকশা, সিএনজি, ইজিবাইক কিছুই এ রাস্তায় যেতে চায় না। পানি জমে আছে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা নেই। এভাবে কতদিন চলবে, অনেক ভোগান্তি হচ্ছে।

এক সিএনজিচালক বলেন, বৃষ্টি হলেই তো পানি জমে যায়। সিএনজি চালাতে খুব কষ্ট হয়। এ কারণে ভাড়া একটু বেশি নেওয়া হয়। সবসময় তো আমরা বেশি ভাড়া নিই না। তবে রাস্তাঘাট ভালো থাকলে এই ঝামেলাটা থাকত না।

এদিকে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নিতে কন্ট্রোলরুম স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। কোনো এলাকায় জলবদ্ধতা দেখা দিলে ডিএনসিসি হট লাইন নাম্বারে ফোন করে তথ্য প্রদানের জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা উত্তরের কোনো অঞ্চলে জলাবদ্ধতার খবর পাওয়া গেলে দ্রুততার সঙ্গে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

ঢাকার জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ব প্রস্তুতি থাকার কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ