ম্যাচ পরিত্যক্ত হলেও নিজেদের মুহূর্ত ধরে রাখলেন মিরাজ।ম্যাচ পরিত্যক্ত হলেও নিজেদের মুহূর্ত ধরে রাখলেন মিরাজ।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে হওয়ার কথা ছিল একটি প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড উলভস। কিন্তু বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে সেই ম্যাচ।
৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল কেমব্রিজ ইউনিভার্সিটি ক্রিকেট ক্লাবের ফেনারস ক্রিকেট গ্রাউন্ডে। আবহাওয়া প্রতিকূল থাকায় টসই করা যায়নি। খেলা শুরুর আগেই হয়েছে এক পশলা বৃষ্টি। পরে বৃষ্টি থামলেও আউটফিল্ড ভেজা থাকায় বাতিল করা হয় ম্যাচ। ফলে বাংলাদেশকে ওয়ানডে সিরিজ খেলতে নামতে হবে প্রস্তুতি ছাড়া।
আউটফিল্ড ছিল ভেজা।আউটফিল্ড ছিল ভেজা।
আইরিশ ক্রিকেট বোর্ড ছবিসহ টুইট করে জানিয়েছে, ‘আজকের প্রস্তুতি ম্যাচ অফিশিয়ালরা পরিত্যক্ত ঘোষণা করেছে। কারণ নিরাপদে খেলার জন্য আউটফিল্ড ও বোলারদের রানআপের জায়গা পর্যাপ্ত শুকায়নি।’
চেমসফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ৯ মে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মে।
আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত হলেও বাংলাদেশের জন্য সিরিজটি তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে আয়ারল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াই। বাংলাদেশ আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে। তামিমদের ৩-০ ব্যবধানে হারাতে পারলে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সরাসরি চলে যাবে আইরিশ দল। আর ৩-০ ব্যবধানে জিততে না পারলে জুনে জিম্বাবুয়েতে কোয়ালিফায়ারে তাদের খেলতে হবে।