
বেতাগী পৌর শহরে দিন দুপুরে চুরি, আতঙ্কে জনসাধারণ
মোঃ সজল মাহমুদ, বরগুনা:
গত দুই সপ্তাহ ধরে বেতাগী উপজেলার বিভিন্ন একাধিক বসতঘর, দোকানঘর, চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে বেতাগী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডে দুটি ঘরে চুরি হয়েছে। দিন দুপুরে বাসা বাড়িতে ঘরের তালা ভেঙে চুরি ঘটনায় এলাকা বাসিন্দাদের আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, গত ২ সপ্তাহ ধরে বেতাগীর বিভিন্নস্থানে রাতে ও শহরে এলাকায় বাসাবাড়িতে দিবালোকে চুরির ঘটনা ঘটেছে। প্রতি রাতেই একাধিক ঘরে সিঁদ কেঁটে, তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। দিনের বেলা যখন বেতাগী পৌর শহরের বাসাবাড়িগুলোতে গৃহকর্তারা বাসা তালাবদ্ধ করে অফিসে বা ব্যাবসা প্রতিষ্ঠানে যান, তখন বাসাবাড়ি খালি পেয়ে ঘরের তালা ভেঙে গুরুত্বপূর্ন মালামাল, টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। আজ শনিবার দুপুরে বেতাগী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের খাড়াকান্দা নামক এলাকায় দুপুরে মহারাজ মোল্লার ঘরের দরজার তালা ভেঙে স্টিলের আলমিরা থেকে নগদ ১৮ হাজার টাকা, দুটি স্বর্ণের আংকটি, রূপার দুটি চেইন এবং ব্যাসলেট চুরি করে নেয়। এবিষয় মালামাল খোয়া যাওয়া মহারাজ মোল্লা বলেন,’ দিন দুপুরে বাসা বাড়িতে তালা ভেঙে মালামাল চুরি হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মন্নান হাওলাদার বলেন,’ দিন দুপুরে চুরির ঘটনা থানা পুলিশকে জানানো হয়েছে। কিন্তু বাসা বাড়িতে পুলিশ সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেন। ‘
গত দুদিন আগে গভীর রাতে উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের হরিচাঁদ মন্দিরের দরজার তালা ও প্রনামী বাক্সের তালা ভেঙে পূজার সামগ্রী কাঁসরঘন্টা, পাজাল প্রদীপ, ঝুরি, প্রদীপ জালানো স্ট্যান্ড, কাঁসা (বাজনা বিশেষ) এবং ভক্তদের প্রনামী দান বাক্সের নগদ টাকা নিয়ে যায়। মন্দিরের চুরির বিষয় বেতাগী থানায় জিডি হয়েছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মাহবুবুর রহমান বলেন,’ মন্দিরের চুরির বিষয় বেতাগী থানায় জিডি হয়েছে। সকল চুরির ঘটনায় মালামাল উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে