বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রি-আর্থ ক্লাবের নবীনবরণ ও পরিবেশ সংরক্ষণ দিবস পালিত হয়।
৩০ জুলাই বুধবার বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের গ্যালারি কক্ষে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে ক্লাবের নতুন সদস্যদের ক্লাবের কার্যক্রম ও উদ্দেশ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং আন্তর্জাতিক নেচার কনজারভেশন ডে উপলক্ষে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক।এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রাকিব, এবং সহকারী অধ্যাপক মো. খালিদ হাসান রিয়েল।
অনুষ্ঠানের ক্লাবের পক্ষ ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করে ক্লাবের আহ্বায়ক তাসবীন শাকীব । বক্তব্যে তিনি বলেন,
“আমাদের পৃথিবীর আজকের সংকটের পেছনে মানুষের ভোগবাদী মনোভাব সবচেয়ে বেশি দায়ী। এই সংকট শুধু পরিবেশগত নয়, এটি একটি সামাজিক বৈষম্যের প্রতিফলনও। পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে আমাদের জীবনের প্রতিটি স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। ReEarth ক্লাবের মাধ্যমে আমরা এই সংকটের মূল কারণগুলো চিহ্নিত করে, সেখান থেকে যৌক্তিক ও টেকসই সমাধানের পথ খুঁজে বের করতে চাই।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. শওকাত আলী বলেন,আমি ভালোদের সাথে আছি।তোমরা যে ভালো কাজের সাথে আছো। তোমাদের সাথে আমি আছি।তোমাদের সাথে থাকবো।