৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বেরোবিতে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

spot_img

বেরোবিতে লেখালেখি ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবি সাংবাদিক সমিতির আয়োজনে লেখালেখি ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ২য় তলায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বেরোবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক, একাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক উমর ফারুক, লেখক গবেষক ও খোলা কাগজ পত্রিকার সাবেক সম্পাদক ড. কাজল রশীদ শাহীন, ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক ইমরান মাহফুজ।
বেরোবিসাসের সভাপতি মোবাশ্বের আহমেদ শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান হিমেল এর সঞ্চালনায় বক্তারা লেখালেখি ও সাংবাদিকতার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
লেখক গবেষক ও খোলা কাগজ পত্রিকার সাবেক সম্পাদক ড. কাজল রশীদ শাহীন বলেন, সংবাদ পত্র ও সাংবাদিকতার মাধ্যমে যেভাবে বৃহত্তর মানুষের কল্যাণ করা যায় তা অন্যকোন পেশার মাধ্যমে করা সম্ভব নয়। একজন প্রকৌশলি নির্দিষ্ট সংখ্যক লোক কে সেবা দিতে পারে, একজন ডাক্তার নির্দিষ্ট সংখ্যক মানুষকে সেবা দিতে পারে কিন্তু একজন সাংবাদিক লেখনির মাধ্যমে পুরো সমাজের মানুষকে সেবা দিতে পারে। তাই আমি মনে করি সাংবাদিকতা ও সংবাদপত্র এর সাথে সেবা শব্দটি যোগ করা প্রয়োজন।
তিনি আরও বলেন সাংবাদিকতা পেশা টেবিল চেয়ারে বসে করা সম্ভব না। তেমনি শুধু শ্রেণিকক্ষে বসেও সম্ভব না। মাঠে গিয়ে শিখতে হবে। বই পুস্তক পড়তে হবে। প্রচুর জানতে হবে এবং প্রশ্ন করা শিখতে হবে। অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন যেখানে গণমাধ্যম রয়েছে, যেখানে প্রশ্ন রয়েছে সেখানে কখনো রড় রকমের সংকট তৈরি হতে পারে না। সাংবাদিকতা পেশার মাধ্যমে সমাজ, জাতি ও রাষ্ট্র কে সমৃদ্ধ করা যায়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহামুদুল হক বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে তিনটি দক্ষতার সমন্বয় ঘটে। ভাষার জ্ঞান, সাংবাদিকতার জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা। এ পেশায় একজন সাংবাদিককে নিয়মিত শিখতে হয় এবং কর্মজীবনের শেষ সময় পর্যন্ত শিখতে হবে। তা না হলে তিনি একজন ভালো সাংবাদিক হতে পারবে না।
এসময় বেরোবিসাসের সদস্যরা ছাড়াও লেখালেখি ও সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ