৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সম্পন্ন।

spot_img

 

দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন, বগুড়ার উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৪ এর বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮:৩০ ঘটিকায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সর্বমোট ৬৩৭ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

ফাউন্ডেশনের মহাপরিচালক জোবায়ের আহমেদ এর সভাপতিত্বে পরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব এর সঞ্চালনায় প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রধান আলোচক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান অতিথি ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ ডা. রেজওয়ানুল হক, বিশেষ আলোচক মু. রিয়াজুল ইসলাম, বিশেষ অতিথি ব্রিলিয়্যান্টস্ এসোসিয়েশনের মহাপরিচালক সাইয়্যেদ কুতুব সাব্বির।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক মহাপরিচালক আল আমিন, রাসেল হোসাইন, ফিরোজ আহমেদ, সাবেক পরিচালক প্রভাষক আতাউর রহমান সহ অতিথিবৃন্দ।

প্রধান আলোচক ড. মাহফুজুর রহমান আখন্দ বলেন, “শিক্ষার্থীদের ভালো ছাত্র হওয়ার পাশাপাশি উন্নত নৈতিক চরিত্র সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আর একাজটাই করছে দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন বগুড়া”

প্রধান অতিথি ডা. রেজওয়ানুল হক অবিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সন্তানদের সর্বোচ্চ টেককেয়ারের মাধ্যমে বর্তমান সময়ের আধুনিক যুগের চ্যালেঞ্জ মুকাবিলা করে ভালো মানুষে পরিনত করতে সর্বদা অবিভাবকদের সচেতন থাকতে হবে।”

বিশেষ আলোচক মু. রিয়াজুল ইসলাম বলেন, “পৃথিবীতে সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন হযরত মোহাম্মদ সা.। তার জীবন চরিত্র অনুসরনের মাধ্যমে আমাদেরকেও ভালো মানুষ হওয়া এবং এই দিশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”

সর্বশেষ ফাউন্ডেশনের মহাপরিচালক জোবায়ের আহমেদের সমাপনী বক্তব্য ও শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্ত করা হয়। সেই সাথে আগামীকাল ২০ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু সেই ঘোষণা দেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ