সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন। এসময় ক্যাব কমিটির সভাপতি অ্যাড. নাসিরুল হক আফিন্দী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে অপরিচ্ছন্নতা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি সহ মূল্য তালিকা না রাখার অপরাধে গোপাল মিষ্টি ঘরকে ২০০০ টাকা, সাইদুল রেস্টুরেন্টকে ২০০০ টাকা এবং মামনি রেস্টুরেন্টকে ১০০০ টাকা সহ মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিং কালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, আমরা আজকে শহরের ওয়েজখালী বাজারে অভিযান পরিচালনা করেছি। আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, ক্যাব কমিটির সভাপতি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাজারে সবজি বিক্রেতা, গ্যাস সিলিন্ডার বিক্রেতা, পোল্ট্রি মুরগির দোকান, রেস্টুরেন্ট সহ নিত্যপণ্যের দোকানগুলোতে তদারকি করেছি। আমরা তিনটি হোটেলকে অনিয়মের কারণে জরিমানা করেছি। এরমধ্যে গোপাল মিষ্টি ঘরকে দুই হাজার টাকা, সাইদুল রেস্টুরেন্টকে দুই হাজার টাকা এবং মামনি রেস্টুরেন্টকে এক হাজার টাকা অর্থাৎ তিনটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছি। আমরা তাদেরকে মূল্য তালিকা সেঁটে রাখতে বলেছি। পণ্য ক্রয় করে আনার সময় মেমো আনতে বলেছি। প্রতিটি ব্যবসায়ীকে পাকা ভাউচার রাখতে নির্দেশনা দিয়েছি।