মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম চুনতি ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত 'জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনালে ব্যক্তিগত নৈপুণ্যে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেও, দলগতভাবে শিরোপা জিততে না পারায় মনঃকষ্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শেখ শিহাবকে। তার দল সাতগর শাহ আতাউল্লাহ ফুটবল দল ফাইনালে জয় ছিনিয়ে আনতে ব্যর্থ হয়।
ভালো খেলার পরও শিরোপা উঠাতে না পেরে এক বুক কষ্ট নিয়ে মাঠ ছাড়লেন সাতঘর শাহ আতাউল্লাহ ফুটবল একাদশ ফাইনালে রীতিমতো হেরে বিদায় নিতে হলো টুর্নামেন্ট থেকে দলটিকে
ফাইনালে হেরে গিয়ে তোতালে বাড়ির শেষ বাঁশি শোনার পর বারবার গোলপোস্টের দিকে তাকিয়ে আন মরা ভাবে কি যেন ভাবছেন অত্র টুলামেন্টের সেরা গোলকিপার শেখ শিহাব হয়তো গোলটা মেনে নিতে পারছেন না তিনি চোখের কোনায় হালকা জলে শেষবারের মতো পুরস্কারটা হাতে নিলেন শেখ শিহাব ভালো খেলার পরও বিদায় সাতঘর শাহ আতাউল্লাহ স্মৃতি ফুটবল একাদশের