৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ময়লা পুকুরে বৃক্ষ রোপন

spot_img

মহিউছ ছাইয়েদ, স্টাফ রিপোর্টারঃ পুকুরের ময়লা ফেলা বন্ধ করার লক্ষ্যে পুকুরে বেড়া দিয়ে ফুল, ফল ও বনজ বৃক্ষ রোপন করল চারিগ্রাম মিতালী সংঘ।

আজ ২৬মে রোজ শুক্রবার সকাল ৯টা থেকে চারিগ্রাম মিতালী সংঘের উদ্যোগে পুকুরটির সংস্কারের দাবীতে এলাকার ছাত্র যুবক মুরব্বীগণ উপস্থিত হয়ে পুকুরটিতে বাঁশের বেড়া ও বালু দিয়ে ময়লা ঢেকে ফুল, ফল ও বনজ বৃক্ষ রোপন করেন।

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চারিগ্রাম পূর্ব পাড়ারর পুকুরটি সাত আট বছর পূর্বেও পরিচ্ছন্ন ছিল। মৎস চাষ হতো, মানুষ গোসল করত, জমিতে সেচের পানি দিতো, গবাদীপশু গোসল দেয়া সহ এখানের মুক্ত বাতাসে অনেক পথিকের প্রাণ জুড়িয়ে নিত। গ্রামের ছেলেরা খেলা শেষে এই পুকুরেই সাঁতরিয়ে ঝাপিয়ে গোসল সেরে নিত। কিন্তু কিছু মানুষের ব্যবসায়িক স্বার্থে অত্র এলাকার বাসা- বাড়ির ময়লা-আবর্জনা মাসিক চুক্তিতে এই পুকুরে এনে ফেলতে শুরু করে। সাভার ডিইপিজেডের ময়লা, বাইপাইল আরৎ সহ অন্যান্য জায়গার ময়লা আবর্জনা এনে পুকুরে ফেলার কারণে কয়েক বছরেই পুকুরটির চিরচেনা রুপ পাল্টাতে থাকে! পরিণত হয় ময়লা আবর্জনার স্তুপে। দূর্গন্ধে পথিকের প্রাণ উষ্ঠাগত, শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের মনেও এর বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। মাঝে মধ্যেই এখানে আগুন দেয়া হয় যা ভয়াবহ পরিবেশ দূষণের কারণে পরিণত হয়।

পুকুরটি জাতীয় স্মৃতি সৌধের সন্নিকটে বিধায় তিন/চার বছর পূর্বে একটি কুচক্রি মহল পুকুরটিকে প্লট আকারে বিক্রির অপচেষ্টা করে। কিন্তু এলাকার মানুষের সম্মিলিত বাধার মুখে সে অপচেষ্টা ব্যর্থ হয়। এমনকি বিগত কয়েক বৎসর যাবত সাভার উপজেলা কেন্দ্রিক কিছু দালাল শ্রেনীর ব্যক্তি পুকুরটি লীজ নিয়ে সরকারী বিভিন্ন দপ্তর হতে পুকুর সংস্কারের নামে বিশাল অর্থ আত্নসাতের অভিযোগ রয়েছে! আর উপজেলা এসিল্যান্ড অফিস অপাত্রে সরকারী সম্পত্তি লীজ দেয়’ যা অপব্যবহার হয়ে জনমানুষের বসবাস ও চলাচলের জন্য হুমকি হলেও উপজেলা প্রসাশন নির্লিপ্ত থাকায়’এলাকাবাসী তার প্রতিকার দাবী করেন।

কর্মসূচিতে উপস্থিত হয়ে পাথালিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার জনাব শফিউল আলম সোহাগ, উপজেলা চেয়ারম্যান মহোদয় ও পাথালিয়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব পারভেজ দেওয়ান মহোদয়ের সাথে সমন্বয় করে পুকুরটিকে সংস্কারের মাধ্যমে গ্রামবাসীকে আরও ভালো কিছু উপহার দেয়ার অঙ্গীকার করেন।
আওয়ামিলীগ পাথালিয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি জনাব ইন্জিনিয়ার আব্দুস সালাম, চারিগ্রাম দাখিল মাদ্রাসার সভাপতি জনাব আতাউর রহমান ঠিকাদার, খলিলুর রহমান পীর সাহেব, প্যারাগন স্কুল অধ্যক্ষ জনাব আমিনুর রহমান, মিতালী সংঘ উপদেষ্টা মোঃ লোকমান শেখ, সিনিয়র সহ সভাপতি মোঃ ফারুক হোসেন, সহ সভাপতি মোঃ হাবীবুর রহমান, মিতালী সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,
সাংগাঠনিক সম্পাদক ইউনুস বিএসসি, সমাজ সেবা সম্পাদক মোঃ ওমর ফারুক
বিজ্ঞান বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ মসিউর রহমান, পাঠাগার সম্পাদক সজল, প্রচার সম্পাদক নাহিদ হাসান সবুজ, ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান লিটন, মোঃ রাজু, কার্যকরী সদস্য মোঃ শাহীনুর আলম, মোঃ রাহীম, মোঃ ফাহীম সহ প্রায় শতাধিক ছাত্র যুবক মুরব্বী এই কর্মযজ্ঞে অংশ নেয়।

চারিগ্রাম মিতালী সংঘের সভাপতি জনাব শেখ মুহাম্মদ নজরুল ইসলাম পুকুরটি দ্রুত সংস্কার করে ব্যবহার উপযোগী করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়ে এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করেন

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ