সাবিক ওমর সবুজ:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জের বালিশ্রী গ্রামে দৃষ্টিনন্দন “মসজিদ আল ফালাহ”এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে এ মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়ামীর কান্ট্রি ডিরেক্টর ডা. রেদওয়ানুর রহমান।
মসজিদটি যুক্তরাজ্য প্রবাসী আমিরুন নেছা খাতুনের অর্থায়নে সিডস অফ সাদাকাহ’র ব্যবস্থাপনায় এবং ওয়ামীর সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিডস অফ সাদাকাহ ইউকের প্রেসিডেন্ট রুহেল আহমদ, জগন্নাথপুর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা লুৎফুর রহমান, আওয়ামী ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, সাফওয়ানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মোস্তাগিছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য মুসল্লি।
এ সময় বক্তারা বলেন,কুশিয়ারা নদী ভাঙনের কবলে এ মসজিদ বিলীন হয়ে গেলে যায়।প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় গ্রামীণ অঞ্চলে আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ স্থানীয় মুসল্লিদের জন্য এক আশীর্বাদস্বরূপ। তারা প্রবাসী আমিরুন নেছা খাতুনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং ধর্মপ্রাণ মুসল্লিরা আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন।