মাগুরায় বিদেশি পিস্তলসহ বায়েজিদ বোস্তামী (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে অবৈধ আগ্নেয়াস্ত্র মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।
বায়োজিদ মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মাঝপাড়া গ্রামের নওশের বিশ্বাসের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে যৌথবাহিনীর পক্ষ থেকে বায়েজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির খড়ের গাদার ভেতর লুকিয়ে রাখা একটি মরিচাপড়া বিদেশি পিস্তল এবং ম্যাগজিনসহ বায়েজিদকে আটক করা হয়। বিকালে অবৈধ আগ্নেয়াস্ত্র মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।
অন্যদিকে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এম.বি. বাকের দাবি করেন, পরিকল্পিতভাবে তাঁকে জামায়াত কর্মী সাজিয়ে আটক করা হয়েছে। বায়েজিদ মূলত ক্ষমতাভিত্তিক সুবিধাবাদী একজন যুবক। আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ভাই ইউনুস ছাত্রলীগের শীর্ষ পদপ্রার্থী ছিলেন। পরে বিএনপিতে যোগ দেন কিন্তু সুবিধা করতে না পেরে আবার জামায়াতের নাম ব্যবহার করেন। অথচ জামায়াতের প্রকৃত কর্মী হতে হলে দীর্ঘ সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হয়। তাই সুবিধাবাদী ও সন্ত্রাসীরা যেভাবে নানা দলে ঘুরে বেড়ায়, তাদের কাউকে জামায়াতের কর্মী বলা ঠিক নয়।
মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, ৫ আগস্টের আগে সে আওয়ামী লীগে ছিল। পরে বিএনপির সাথে চলাফেরা করতো এবং এখন জামায়াতকে ফলো করে বলে আমাদের কাছে খবর রয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।