শাজাহানপুরের গোহাইল ইউনিয়নের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু নিজেই মাদক বিরোধী অভিযান শুরু করেছেন।
এদিকে গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার মাদকের জেরে সাগরকে হত্যা করলে,মঙ্গলবার (৩ অক্টোবর ) ইউপির বিভিন্ন পাড়া,মহল্লায় মাদকাসক্ত ও মাদকদ্রব্য বিক্রির সাথে জরিতদের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকের গুরুত্ব ও ফিরিয়ে আসার জন্য পরামর্শ দেন।
অভিযান চলাকালে ইউনিয়নের চেঙ্গাপাঁচ পুকুরিয়া গ্রামে হাতে নাতে দুই মাদক সেবীকে ধরলে, এলাকাবাসীর গনধোলায়ের থেকে যুবককে উদ্ধার করে তাদের ও তাদের পরিবারকে মাদকের কুফলের পরামর্শ দেন ও ফিরে আসার আহবান জানান।
চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু বলেন,আমার চেয়ারম্যানের ৩২ বছরে এলাকায় বিভিন্ন উন্নয়ন,কিশোর গ্যাং,সত্রাস নির্মূল করে আচছি।কিন্তু কিছুদিন থেকে মাদকের উপদ্রব বাড়ায়, মাদকমুক্ত করার জন্য প্রচেষ্টা শুরু করেছি।পর্যায়ক্রমে সকল প্রকার মাদকের বিরুদ্ধে লড়াই করবো।যে কোন মূল্যে আমি এই ইউনিয়নকে মাদকমুক্ত করবো।
তিনি আরো বলেন,আমাদের ফাঁকি দিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসংখ্য সিন্ডিকেট ঝোপড়া ঘরের আদলে আস্তানা বানিয়ে তাতে মদ, ইয়াবা সহ মাদকদ্রব্য বেচা-কেনা ও সেবন করে আসছে।
এতে একদিকে যেমন এলাকার যুব সমাজ ধ্বঃস হচ্ছে, তেমনি সামাজিক অপরাধও বেড়ে গেছে। তাই এসবের বিরুদ্ধে আমি পুরো পরিষদকে কাজে লাগিয়ে প্রতিরোধ গড়ে তুলবো।
মাদকদ্রব্য বিক্রির সাথে জরিতদের উদেশ্য জনগণকে চেয়ারম্যান বলেন,আজকে আমি মাদকাসক্ত ও মাদকদ্রব্য বিক্রির সাথে জরিতদের সচেতন করার জন্য এসেছি।এর পর যদি কেউ বিক্রির সাথে জরিত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করবো।
মাদক বিরোধী অভিযানে চেয়রাম্যান ছাড়াও সকল মেম্বার উপস্থিত ছিলেন এবং লোকজনকে সচেতনতা করেন।চেয়ারম্যানের এমন কার্যক্রমে এলাকাবাসী শুভেচ্ছা জানিয়েছেন।