
এসবি নিউজ ডেস্ক : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আগে বাজারে টাকা দিলেও পণ্য পাওয়া যেত না। তবে এখন আর সেই সমস্যা নেই। এখন মানুষের হাতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা রয়েছে।
বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘দ্রব্যমূল্যে অস্থিরতা: উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ১৭ কোটি মানুষকে আমদানি করে পণ্য দেওয়া কঠিন। এর জন্য উৎপাদন বাড়াতে হবে। আগে বাজারে টাকা দিলেও পণ্য পাওয়া যেত না। তবে এখন আর সেই সমস্যা নেই। এখন মানুষের হাতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা আছে। বাজার ব্যবস্থাপনায় গলদ থাকলে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, আমদানিকারক, ব্যবসায়ী ও ভোক্তা সকলেই আমাদের। ভোক্তা পর্যায়ে আমদানিকৃত পণ্যের দাম নির্ধারণ করে দেয়ার জন্য ট্যারিফ কমিশন, বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্যরা কাজ করছে। ইতিমধ্যে চালের বস্তায় পণ্যের বিস্তারিত তথ্য উল্লেখ করার জন্য পরিপত্র জারি করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, রিজার্ভ নেই, সেটি বলা যাবে না। রিজার্ভ কিছুটা চাপে আছে। ৪০ বিলিয়ন ডলার থেকে এখন রিজার্ভ ২০ বিলিয়ন ডলার। রিজার্ভের টাকা যদি আমরা জনগণের প্রয়োজনে খরচ করতে না পারি, তাহলে সে টাকা দিয়ে আমরা কী করব।
তিনি আরও বলেন, রিজার্ভের টাকা খরচ করে পণ্য নিয়ে আসা হচ্ছে। এতে রমজানে বাজারে পণ্যের সংকট থাকবে না। আইএমএফের নীতি অনুযায়ী তিনমাসের পণ্য আমদানির জন্য আমাদের যথেষ্ট ডলার রয়েছে।