১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মায়ের লা’শ আটকে সম্পত্তি ভাগবাঁটোয়ারা, ২০ ঘন্টা পর দাফন

spot_img

নিয়ে বিরোধের জেরে মায়ের মরদেহ দাফনের আগে ২০ ঘণ্টা আটকে রাখা হয়। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলায় মারা যান আমেনা বেগম (৬৫) নামের ওই নারী।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। মৃত আমেনা বেগম একই গ্রামের মৃত মাওলানা সালামত উল্ল্যাহর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, আমেনা বেগম মৃত্যুর আগে ছোট ছেলে সাইফুল্লাহকে উত্তরাধিকারীদের সম্পত্তির কিছু জায়গা বেশি দিয়েছিলেন। গতকাল বুধবার সন্ধ্যায় জেলার বেগমগঞ্জ উপজেলায় মেয়ের স্বামীর বাড়িতে আমেনা বেগম মারা যান।

পরে সেখান থেকে মরদেহ দাফনের জন্য স্বামীর বাড়িতে নিয়ে আসা হয়। এরপর বড় ছেলেকে বঞ্চিত করে ছোট ছেলেকে সম্পত্তি রেজিস্ট্রি করিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে নজিব উল্ল্যাহ ও তার ভাই সাইফুল্লাহর মধ্যে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মায়ের মরদেহ সামনে রেখে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। তার নির্দেশনায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। এরপর বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিক সমঝোতায় মায়ের মরদেহ দাফনে তারা সম্মত হন। মায়ের দাফন শেষে স্থানীয় লোকজন বৈঠক করে তাদের পারিবারিক সম্পত্তির বিরোধ নিষ্পত্তি করে দেবেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ