বগুড়ার শাজাহানপুরে মরিয়ম খাতুন (২৫) নামে এক গৃহপরিচারিকাকে স্বর্ণালংকার চুরির মামলায় ফাঁসানো হয়েছে—এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার বড় বোন মমতা বেগম। রোববার দুপুরে শাজাহানপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিবেশী তৌহিদা বেগম। তিনি জানান, স্বামী পরিত্যক্ত মরিয়ম খাতুন বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। রহিমাবাদ এলাকায় হাসান আলী মিয়ার বাড়িতে কাজ করার সময় ওই বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটলে মরিয়মকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়।
এ ঘটনায় পুলিশ গত ৬ এপ্রিল মরিয়মকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। এতে মরিয়মের তিন বছরের শিশু মায়ের সঙ্গ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। সংবাদ সম্মেলনে মামলার সঠিক তদন্ত করে মরিয়মের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ বিষয়ে মামলার রেকর্ডিয় কর্মকর্তা ও শাজাহানপুর থানার তৎকালীন তদন্ত কর্মকর্তা মাসুদ করিম বলেন, মরিয়ম খাতুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।