
নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘদিন যাবত দুই পায়ের হিপ জয়েন্ট ব্যাথায় ভুগছেন এক অসহায় ভ্যান চালক পিতার মেধাবী মেয়ে উম্মে কুলছুম (২২)। তার বৈবাহিক অবস্থা অবিবাহিতা। সে বগুড়ার শাজাহানপুরের আড়িয়া ইউনিয়নের মানিকদিপা উত্তরপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুসের মেয়ে। আব্দুল কুদ্দুস পেশায় একজন ভ্যান চালক। অভাবের সংস্বারে অসুস্থ মেয়ে উম্মে কুলছুমের চিকিৎসার খচর বহন করা ভ্যান পিতার কাছে এখন বড়ই দূঃস্কর ব্যাপার। অবশেষে নিরুপায় হয়ে মেয়েকে বাঁচাতে সাহায্য কামনা করেছেন সমাজের দানশীল বৃত্তবান মানুষের কাছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির অপারেশনের সংবাদ পড়ে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা নিয়ে সরেজমিনে ভূক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছেন মানিকদিপা ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আমীর হামজার ছেলে সমাজসেবক মনিরুজ্জামান মজনু। এছাড়াও মেয়েটির সুস্থতা কামনা করে প্রবাসী সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেনি পেশার বৃত্তবান মানুষ তার চিকিৎসা বাবদ সহায়তার হাত বাড়িয়েছেন।
জানাগেছে, ভূক্তভোগী পরিবারের সাধ্যমতে যত দ্রুত সম্ভব ঈদের ছুটি শেষে সপ্তাহের যেকোনো মঙ্গলবারে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
চিকিৎসক জানিয়েছেন মেয়েটিকে পর্যায়ক্রমে দুইটি অপারেশন করলে আবারও পূর্বের মত সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। অন্যথায় মেয়েটি পঙ্গু হয়ে যাবে। এমনকি মৃত্যুর ঝুঁকিও আছে। ডাক্তার বলেছেন চিকিৎসা বাবদ প্রায়ই ৫ লাখ টাকা হলে অপারেশনগুলো করা যাবে। এতে সাহায্যের আশ্বাস দিয়েছেন ডাক্তারগণ। এত টাকা জোগাড় করতে দূঃশ্চিন্তায় পড়েছেন ভ্যান চালক আব্দুল কুদ্দুস। এদিকে অসুস্থ মেয়েসহ সংস্বারে রয়েছে তার ১০ বছর বয়সী স্কুলপড়ুয়া এক ছেলে ও স্ত্রী এবং বিধবা মা। এমতাবস্থায় ভ্যান চালক কুদ্দুসকে তার মেয়ের চিকিৎসা খচর চালানো সহ সংস্বারের খরচ বহন করাই যেন এখন তার বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।