
মোংলা সংবাদদাতা: “একটি কোদাল, একটি ঝুড়ি, একটি নাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান” এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতার মহান ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শোষনমুক্ত স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মোংলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৩১ মে শনিবার বিকাল ৪ টায় মোংলা পৌর বিএনপির আহবায়ক মো: জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা থানা বিএনপির সভাপতি আ: মান্নান হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আয়বায়ক মোকছেদুল আলম গামা, মো: বাবুল ভূঁইয়া, পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক সহ বিএনপির অংঘ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে অসহায় দুস্থদের মাঝে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন মোংলা পৌর বিএনপির আহবায়ক মো: জুলফিকার আলী।