যশোর প্রতিনিধি:
যশোরে মাদকসহ আটক তিন
যশোরে হেরোইনসহ রেলগেট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোটা শাহিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
আটককৃতরা হলো শহরের রেলগেট পশ্চিমপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিন ওরফে মোটা শাহিন, শহিদুল ইসলাম ও চাঁচড়া রায়পাড়ার মিন্টু মিয়া।
শহরের পুরাতন কসবা ফাঁড়ি পুলিশের এসআই রনজিত কুমার সেন মামলায় বলেছেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালাচ্ছে। গোপন সংবাদেও ভিত্তিতে গত ৩ মার্চ রাত সাড়ে ৯টার দিকে খড়কি কলাবাগান পীরবাড়ির পাশে আয়শা খাতুনের বাড়ির সামনে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ওই তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ গ্রাম হেরোইন। এ ঘটনায় রাতেই মামলা দিয়ে সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।