
বগুড়া শাজাহানপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬ এপ্রিল বৃহস্পতিবার ইফতার বিতারন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শাজাহানপুরে প্রায় দুই শতাধিক পথ শিশু, গরীব, এতিম,অসহায়, রোজাদারদের হাতে ইফতার তুলে দেন সংগঠনটি। বগুড়া শাজাহানপুর উপজেলা নয়মাইল,আড়িয়া বাজার,বি-ব্লোক-মাঝিড়া এলাকায় এ ইফতার বিতরন করেন সংগঠনি।
এসময় রক্তের সন্ধানের সভাপতি আব্দুল বাছেদ বলেন, প্রতি বছর রমজান মাসে আমরা রক্তের সন্ধানের পক্ষ থেকে ইফতারের আয়োজন করি, সে অনুযায়ী আজকের এই আয়োজন। সংগঠনের যেসব সদস্যে, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের অর্থায়নে আমরা ইফতারের আয়োজন করি।
প্রতিষ্ঠাতা হযরত আলী অভি বলেন, ইফতার আয়োজনের সময় আমরা প্রত্যক সদস্যকে এক সাথে কাছে পাই। রক্তের সন্ধান প্রতিষ্ঠানটি সকলের জন্য কাজ করে যাচ্ছে। দিনে দিনে এই কার্যক্রম আরো ও অগ্রসর হচ্ছে।
ইফতার অনুষ্ঠানে সভাপতি :মো: আব্দুল বাছেদ-প্রতিষ্ঠাতা : মো:হযরত আলী অভি-
পরিচালক: মো: রাশেদ আহমেদ-
সাধারণ সম্পাদক : মোঃগালিব-
অর্থ বিষয়ক : মো:সবজি আহমেদ-
প্রচার সম্পাদক :মো:সাহেদুল রহমান-
সাংগঠনিক সম্পাদক : মোঃ রবিউল আহমেদ-সাস্থ বিষয়ক সম্পাদক : মো: মাহিম ইসলাম
কার্যনীবাহি সদস্য : মো:সামিউল ইসলাম
কার্যনীবাহি সদস্য: মো: সাকিল আহমেদ
সভাপতি :মো: আব্দুল বাছেদ
প্রতিষ্ঠাতা : মো:হযরত আলী অভি
পরিচালক: মো: রাশেদ আহমেদ
সাধারণ সম্পাদক : মোঃগালিব
অর্থ বিষয়ক : মো:সবজি আহমেদ
প্রচার সম্পাদক :মো:সাহেদুল রহমান
সাংগঠনিক সম্পাদক : মোঃ রবিউল আহমেদ -সাস্থ বিষয়ক সম্পাদক : মো: মাহিম ইসলাম -কার্যনীবাহি সদস্য : মো:সামিউল ইসলাম-কার্যনীবাহি সদস্য: মো: সাকিল আহমেদ -কার্যনীবাহি সদস্য:মোঃ সজিব ও অন্য অন্য সদস্য
মহিলা কার্যনীবাহি সদস্য : মোছাঃ শাহানাজ হাসান কেয়া-কার্যনীবাহি সদস্য : মোছাঃসানজিদা-কার্যনীবাহি সদস্য : মোছাঃ হাফছা -কার্যনীবাহি সদস্য : মোছাঃ মিম ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।