
আজ (৯ অক্টোবর) বুধবার বাংলাদেশ সময় ৩ টা ৪৫ মিনিটে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস যুক্তরাজ্যের জন জাম্পার ও ডেমিস হাসাবিস এবং যুক্তরাষ্ট্রের ডেভিড বেকারকে রসায়নে নোবেল বিজয়ী ঘোষণা করে। ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য এবং জন জাম্পার ও ডেমিস হাসাবিসকে প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনের জন্য এই সম্মানজনক পুরস্কারটি দেয়া হয়।
মূলত গুরুত্বপূর্ণ প্রোটিনকে প্রাধান্য দিয়েই রসায়নে নোবেল পুরষ্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি।
প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কারটি ১৯০১ সাল থেকে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামানুসারে প্রদান করা হয়।
সংবাদ বুলেটিন/মালিহা