
নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় যে বেগুন ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেই বেগুন গ্রামের হাটে পাইকারীতে বিক্রি হচ্ছে মাত্র আড়াই টাকায়! ঠিক এমনই চিত্র দেখা গেছে বগুড়ার শাহজাহানপুর উপজেলা দুবলাগাড়ি হাটে।
বেগুন চাষি আব্দুর রশীদ সংবাদ বুলেটিনকে জানান, গতকালও বেগুন তারা মণপ্রতি বিক্রি করেছেন চারশ’ থেকে সাড়ে চারশ’ টাকায়। মঙ্গলবার (১৯ মার্চ) সেই বেগুনের দাম নেমে এসেছে মণপ্রতি ৮০ থেকে ১০০ টাকায়। নিজেরা বেগুন বিক্রি করছেন আড়াই টাকা কেজি দরে।
দুবলাগাড়ী হাটে আব্দুল হক,রায়হানসহ একাধিক সবজি বিক্রেতারা সংবাদ বুলেটিনকে জানান, ভালো উৎপাদন হওয়ায় গেল দু-একদিনে বেগুন ছাড়াও অন্য সবজির দামও কমেছে।
অন্যদিকে মিজান,সুমন,পলাশসহ ১০জন ক্রেতা কিছুটা স্বস্তি প্রকাশ করে বলেছেন, সবজির দাম কমেছে। তাদের দাবি পবিত্র মাহে রমজানে সকল নিত্যপণ্যের দাম যেন এইভাবে কমতে থাকে।