
রাজশাহী গণসমাবেশ সফল করার লক্ষে বগুড়ায় ছাত্রদলের প্রস্তুতি সভা
বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে বগুড়ায় ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম মাহমুদুল হাসান রনি। প্রস্তুতি সভায় জেলা ছাত্রদলের ২৮ টি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।