৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজশাহী জেলার সমিতির নেতৃত্বে আসাদুজ্জামান ও অনিক ‎

spot_img

বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাজশাহী জেলা সমিতি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  মোঃ আসাদুজ্জামান রিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন পরিসংখ্যান বিভাগের  ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অনিক মাহমুদ।

‎শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সাবেক সভাপতি রাহুল সরকার ও সাধারণ সম্পাদক বেনজিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নতুন কমিটি মনোনীত করেন ।

‎কমিটির অন্য সদস্যরা হলেন; সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন; মোঃ আব্দুল মমিন ,মোঃ ইমন আলী, শাহেদ আলী,মোঃ সিয়াম আহমদ বিপুল, সুমাইয়া সুমি, তামান্না আক্তার, মোঃ কাওসার হোসাইন, তাহসিন্ বিন করিম।

‎এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক:সম্পাদকঃ-মোঃ কাওসার আলী,আল শাহরিয়ার খান,সাফায়েত ইসলাম, আনোয়ার সাদ্দাত রিসাত, রাশেদুল ইসলাম, নাহিদ হাসান অভি,রিপন সরকার, অমিত সিং,  নাসিমুল হক, মোছাঃ তাসনিন, সুরাইয়া মরিয়ম সাংগঠনিক সম্পাদক: মোঃ মুনিরুল ইসলাম, . মারুফা আক্তার তুলি, মাহমুদুল হাসান মাছুম, মোঃ ফাহিম চৌধুরী

‎সহ সাংগঠনিক সম্পাদক: আবু হাসনাত হৃদয়, মোঃ মাহফুজুর রহমান। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন  মোঃ ইকবাল হোসেন। কোষাধক্ষ- শ্রী প্রমথ কুমার দাস। সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ;তাসনিমা নুর, ইশরাত জাহান রিয়া।

‎এছাড়াও অন্যরা হলেন ক্রীড়া বিষয়ক সম্পাদক; মোঃ তাসনিম হাসান রোকন। নারী বিষয়ক সম্পাদক;সুমি সুলতানা, ফাহরিয়া আক্তার, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক; মোঃ শাওন হোসেন। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক;আলিফ সরকার। ধর্ম বিষয়ক সম্পাদক;মোঃ মাহদি হাসান

‎সহ সম্পাদক; তাসফিয়া তনিমা,রবিউল ইসলাম

‎কার্যনির্বাহী সদস্য;মোঃ মারুফ আলী রিফাহ সানজিদা,রাহমিনা আক্তার, সানোয়ার হোসেন অভি, আজিজুল হাকিম, মোঃ তাহসিন আহমেদ, মোঃ নাইমুল ইসলাম, মোঃ ফায়সাল কবির, জেরিন তাসনিম,মোঃ শাকিব আহমেদ, সিনথিয়া ইসলাম, মোঃ সাখাওয়াত হোসেন চৌধুরী, মোঃ ফজলে রাব্বি, মোঃ মহিদুর রহমান,লুৎফুন নাহার, মোঃ আশিক,নাজিব হাসান, ইউনুচ রাতুল,মুকসিনা খাতুন,ফাহমিদা রহমান উম্মে ফাহিম,আরিফুল ইসলাম,মুনতাসির মামুন,তাসফিয়া তানজিম নেহা, ফাহমিদা রহমান ,ইনতিসার আলম।

‎সভাপতি আসাদুজ্জামান রিয়াজ বলেন; রাজশাহী জেলা সমিতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর—শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের জেলার ঐক্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার একটি মঞ্চ। সভাপতি হিসেবে আমি এই সমিতিকে শিক্ষাবান্ধব, নেতৃত্বগঠনে সক্ষম ও সামাজিকভাবে সচেতন একটি প্ল্যাটফর্মে রূপান্তরিত করতে কাজ করছি । আমরা নিয়মিত নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যারিয়ার গাইডলাইন সেশন এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সদস্যদের দক্ষতা উন্নয়নে কাজ করছি।

‎আমাদের  লক্ষ্য, রাজশাহী জেলার শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করা এবং এই সমিতিকে একটি মডেল জেলা সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা যেখানে নেতৃত্ব, নৈতিকতা ও সমন্বয় থাকবে সর্বাগ্রে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ