
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বাংলাদেশের বর্তমান অবস্থান
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ক্রমেই জটিল থেকে জটিলতর পরিস্থিতি সৃষ্টি করছে। রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত পশ্চিমা মিডিয়া রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে যেসব মন্তব্য করেছে, তার প্রায় কোনোটিই সঠিক বলে প্রতীয়মান হয়নি।
অপরদিকে এখন পর্যন্ত পুতিন যেসব লক্ষ্য হাসিলের অভিপ্রায় ব্যক্ত করেছেন, তার প্রায় সবকটিই অর্জন করেছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিশ্ব পুতিনকে পাঠ করতে অক্ষম। সেপ্টেম্বরে পুতিন ইউক্রেনের চারটি অঞ্চল রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে নেওয়ার পর আক্রমণের ধার কমিয়ে দেন।