সাজ্জাদুর রহমান,বেরোবি প্রতিনিধি:
আগামীকাল শুক্রবার (১৫ মার্চ) দেশের সব বিভাগীয় শহরের কেন্দ্রে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে এবার আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।
এনটিআরসিএ’র তথ্যানুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে।
গত বছরের ৯ নভেম্বর সকাল ৯টা থেকে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীরা আবেদন করা শুরু করেন। আবেদন শেষ হয় ৩০ নভেম্বর। আবেদনকারী যোগ্য প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ।
২০১৫ সালের আগ পর্যন্ত এনটিআরসিএ শুধু সনদ দিতো। সনদের ভিত্তিতে নিয়োগ দিতো শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি।
উল্লেখ্য,মোট ১০০ টি প্রশ্ন থাকবে।প্রতিটি প্রশ্নের উওরের জন্য ১ নম্বর থাকবে।একটি ভূল উওরের জন্য প্রাপ্ত নাম্বার থেকে শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।পরিক্ষার পাশ নম্বর ৪০।