এ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে ঠিক প্রথম পছন্দ না হলেও বিশ্বকাপে পর্তুগালকে ঠিকই নেতৃত্ব দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে অধিনায়ক করেই কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের পর্তুগাল দল ঘোষণা করেছেন ফার্নান্দো সান্তোস।
সান্তোসের দলে জায়গা হয়নি পিএসজির মিডফিল্ডার রেনাতো সানচেসের। ডেকেছেন ১৯ বছর বয়সী বেনফিকা সেন্টার ব্যাক আন্তনিও সিলভাকে। দলে আছেন ৩৯ বছর বয়সী পেপেওর
তবে ৩৬ বছর বয়সী উলভস মিডফিল্ডার জোয়াও মুতিনিওকে রাখেননি সান্তোস। রোনালদোর পর পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ১৪৬টি ম্যাচ খেলেছেন তিনি। রাখা হয়নি গনসালো গেদেসকেও। চোটের কারণে নেই লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা।
২০১৬ সালে ইউরো জেতা পর্তুগাল এখন পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। সান্তোস বলছেন, এ দলের সে ক্ষুধাটা আছে, ‘রোনালদোসহ যে খেলোয়াড়দের ডেকেছি, সবার মধ্যেই জয়ের ক্ষুধা আছে, পর্তুগালকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর ক্ষুধা আছে।’