
মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে দরবেশ হাটে গরু-ছাগলের খামার/ঘর হিসেবে ব্যবহার, যত্রতত্র ছাগল- গরু জবাই, ময়লা আবর্জনার স্তুপ করে দুর্গন্ধ সৃষ্টি করে পরিবেশ দূষণের মাধ্যমে গণদূ্র্ভোগ বন্ধে গণ নোটিশ জারি করা হয়েছে।
২৯জুন দুপুর ২টার দিকে দরবেশহাটে ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং গণ নোটিশ জারি করে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
গণ নোটিশ জারি করেন লোহাগাড়া উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলি।
গণ নোটিশে যা উল্লেখ করা হয়েছে,তা তুলে ধরা হল, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের ডকেট নাম্বার ২২৮, ২১/০৫/২০২৫ নির্দেশক্রমের কার্যার্থে।
এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে অবগত ও নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে, দরবেশহাট বাজার একটি ঐতিহ্যবাহি বাজার। এ বাজারে ছাগল-গরু লালন পালন, গোয়াল ঘর নির্মাণ যত্রতত্র পশু জবাই করে পরিবেশ দূষণের মাধ্যমে গণদুর্ভোগ ও স্বাস্থ্য ঝূঁকির সৃষ্টি করে চলেছে। যা দন্ডনীয় অপরাধ তাই
আগামী ১মাসের মধ্যে দরবেশহাট এলাকা থেকে দুরবর্তী জনশূন্য এলাকায় যার যার কামার /গোয়াল ঘর সরিয়ে নিতে হবে। শুধুমাত্র ছাগল গরু বিক্রি করা যাবে। সরকারি শেডে সার্বক্ষনিক গরু ছাগল রাখা যাবেনা। ছাগল গরু পালনের জন্য দোকান ভাড়া ও বিদ্যুৎ লাইন দেওয়া যাবেনা। পরিবেশ দূষণ করা যাবেনা, এ কাজে কোন ধরণের সহযোগিতা করবেন না। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
লোহাগাড়া উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলি বলেন,উপজেলা সদরে দরবেশ হাটে গরু-ছাগলের খামার/ঘর হিসেবে ব্যবহার, যত্রতত্র ছাগল- গরু জবাই, ময়লা আবর্জনার স্তুপ করে দুর্গন্ধ সৃষ্টি করে পরিবেশ দূষণের মাধ্যমে গণদূ্র্ভোগ বন্ধে গণ নোটিশ জারি করা হয়। এ আদেশ না মানলে পরবর্তীতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।