মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরবেশহাট ডিসি রোডের বেহাল দশা অব্যাহত রয়েছে। ভাঙাচোরা, খানাখন্দকে ভরা এবং পিচঢালাই উঠে যাওয়া সড়কটির কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে, দরবেশহাট থেকে শাহশার ঘাট পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে ছোট ছোট পুকুরের আকার ধারণ করে, যা চালকদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনে।
সড়কটির এই বেহাল দশার কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু এবং রোগীবাহী যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। খানাখন্দে ভরা রাস্তায় চলতে গিয়ে যানবাহনের ধীরগতির কারণে যানজটও সৃষ্টি হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়তেও ভোগান্তি পোহাতে হচ্ছে, অনেক শিক্ষার্থীর কোমর ব্যথাসহ নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য বারবার উদ্যোগ নেওয়া হলেও ঠিকাদাররা নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এবং কাজ অসমাপ্ত রেখেই উধাও হয়ে যায়।[3সড়কটি দিয়ে অতিরিক্ত ধারণক্ষমতার ট্রাক চলাচলও এর ক্ষতির অন্যতম কারণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সড়কটির বেহাল দশা সম্পর্কে অবগত আছেন এবং দ্রুত এটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এর সাথে সমন্বয় সভা করেছেন বলে জানিয়েছেন। তবে, কবে নাগাদ সংস্কার কাজ শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, লোহাগাড়ার এই দরবেশহাট ডিসি রোডটি বান্দরবান পার্বত্য জেলার সাথেও সংযুক্ত, যা এটিকে একটি গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে চিহ্নিত করে।[এই সড়কের এই দুর্দশাগ্রস্ত অবস্থার দ্রুত সমাধান কামনা করছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।