মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে লোহাগাড়া উপজেলা বিএনপি এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সাথে ৭১'র মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, ৯০'র গণআন্দোলনের শহীদ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন বরেণ্য রাজনীতিবিদ। তিনি বহু কঠিন সময় পার করে গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন দেশের জন্য অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। ইনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা সরকারপ্রধান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।