৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শরীয়তপুর সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের জন্য ‘শুভেচ্ছা ডেস্ক’

spot_img

রাব্বি ছৈয়াল, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সরকারি কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ‘শুভেচ্ছা ডেস্ক’। এ আয়োজনে নবীনদের হাতে তুলে দেওয়া হয় পবিত্র কুরআন, অনুপ্রেরণামূলক বই, স্টিকার ও বিভিন্ন উপহারসামগ্রী।

আয়োজনের উদ্বোধনী পর্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজ শাখার সেক্রেটারি রবিউল মুহাম্মদ রিজন। তিনি বলেন,“আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটে স্কুল জীবনে। তবে কলেজ জীবনও অনেক তাৎপর্যপূর্ণ, কারণ এটি অল্প সময়ের হলেও জীবনের ভিত্তি গড়ে ওঠে এই সময়েই। তাই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে।”

তিনি শিক্ষার্থীদের জন্য পাঁচটি মূল পরামর্শ তুলে ধরেন—সময় ব্যবস্থাপনা শেখা : মোবাইল ও অপ্রয়োজনীয় আড্ডায় সময় নষ্ট না করে পড়াশোনা, বিশ্রাম, নামাজ ও বিনোদনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে।

শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া : কলেজে ভর্তি হওয়ার মূল উদ্দেশ্য শিক্ষা অর্জন। তাই পাঠ্যবই বুঝে পড়তে হবে, কারণ এই ভিত্তির ওপর দাঁড়িয়েই ভবিষ্যতের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ে উঠবে।

সময়ের সদ্ব্যবহার : তিনি সতর্ক করে বলেন, “যদি এই অল্প সময়টা হাসি-তামাশা, আড্ডা ও ফোনে আসক্তির মাধ্যমে নষ্ট হয়ে যায়, তবে ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে।”

ভালো অভ্যাস গড়ে তোলা : সৎভাবে জীবনযাপন, নামাজে অটল থাকা, শিক্ষকদের সম্মান ও সহপাঠীদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

স্বপ্ন নির্ধারণ : কলেজ জীবন আগামীর স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, “আমাদের কোথায় থাকতে চাই তা এখনই নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী সাধনা চালিয়ে যেতে হবে।”

বক্তব্যের শেষাংশে তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হতে ও সর্বক্ষেত্রে আল্লাহর ওপর ভরসা রাখার আহ্বান জানান। তিনি কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন,“وَمَن جٰهَدَ فَإِنَّمَا يُجٰهِدُ لِنَفْسِهِۦٓ ۚ — যে চেষ্টা সাধনা করে, সে নিজের জন্যই করে।”

আয়োজন শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা জানিয়ে মোনাজাত করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ