৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪

spot_img

শিওরদাহ স্পোটিং ক্লাব আয়োজিত ১৬ দলীয় শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪

নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর এর ঝিকরগাছা থানার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে শুরু হয়েছে জনপ্রিয় শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা।

০৬ ডিসেম্বর (শুক্রবার) প্রথম সেমি-ফাইনালে বাউসা ফুটবল একাদশ বনাম প্রবাসী বন্ধু ফুটবল একাদশ খেলাটিতে অংশগ্রহণ করেন। ম্যাচটি উপভোগ করতে দর্শকদের মাঝে বিপুল উৎসাহ লক্ষ্য করা গেছে। দুই দলই তাদের সেরা খেলা প্রদর্শন করে মাঠে নামলেও, “খেলা শেষে বাউসা ফুটবল একাদশ দলের কাছে প্রবাসী বন্ধু ফুটবল একাদশ দল ৩-০ গোলে পরাজিত হয়।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. হাশেম রেজা রাজনীতিবিদ (বিএনপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসানুজ্জামান লিটন সভাপতি শিওরদাহ হাফিজিয়া মাদ্রাসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমাজ সেবক এবং ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন শিওরদাহ স্পোর্টিং ক্লাব এর সকল তরুণ ও যুব সদস্যবৃন্দ।

শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন সফলভাবে সম্পন্ন করতে শিওরদাহ স্পোর্টিং ক্লাব বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যা স্থানীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে অবদান রাখছে এই ক্লাবটি। “শিওরদাহ স্পোর্টিং ক্লাব সবসময়ই সবধরনের খেলাধুলা ক্রিকেট, ফুটবল, ভলিবল ইত্যাদি টুর্নামেন্ট আয়োজনে সর্বদা নিয়োজিত থাকেন।” এবং তাদের বিশ্বাস যুব সমাজকে মাদকমুক্ত করার জন্য খেলাধুলার বিকল্প কিছু নেই। আর এ আয়োজনে প্রতিবারই তাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সাধারণ মানুষ সাহায্য ও সহযোগিতা করে থাকেন।

এর আগে গত ৭ নভেম্বর (বৃহস্পতিবার) জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধনী ম্যাচের আনুষ্ঠানিকতা শুরু হয়। টুনামেন্টে মোট ১৬টি দল অংশ নিবেন যার মধ্যে ১৩টি দলের অংশগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামীকাল ০৭ ডিসেম্বর (শনিবার) দ্বিতীয় সেমিফাইনালে আরও দুটি দল “রাজগঞ্জ ফুটবল একাদশ বনাম রঘুনাথপুর-বাগ স্পোর্টিং ক্লাব” অংশগ্রহণ করতে চলেছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে মো. হাশেম রেজা বলেন, “এই ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অন্য অনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখতে সহায়ক হবে। ফুটবল শুধু খেলা নয়, এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।” তিনি আয়োজক ক্লাব ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ক্রীড়াঙ্গনে যুবসমাজের অংশগ্রহণকে উৎসাহিত করার উপর গুরুত্বারোপ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ