৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাকিব-বুবলী ফের কাছাকাছি !

spot_img

শোবিজ প্রতিবেদক:
শাকিব খান ও শবনম বুবলীর ‘দ্বন্দ্ব’ যেন শেষই হতে চায় না। ঘুরে ফিরে যে কোনো ইস্যুতে নাম চলেই আসে। এর মধ্যে শাকিবের অস্তিত্বে বুবলী নেই বলেও জানিয়েছিলেন নায়ক। তারপরও থেমে নেই বুবলীর চেষ্টা! এরপর চলে বিস্তর জলঘোলা। চলে টানাপোড়েন। দোষারোপ, পাল্টা দোষারোপের পালাও। তবে কালের নিয়মে এই বিতর্ক চাপা পড়ে যায়।

কিন্তু সম্প্রতি শাকিবকে নিয়ে একটি ইভেন্টে বুবলী যা বলেছেন তাতে ফের উসকে গিয়েছে জল্পনা। তবে কি আবারও জোড়া লাগছে তাদের সম্পর্ক? টলিউডে অভিষেক ঘটছে বুবলীর। মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। সেই সিনেমার প্রচারে গিয়ে নায়িকা জানিয়েছেন, তিনি শাকিব খানের থেকে এ সিনেমার বিষয়ে কোনো টিপস পেয়েছেন কি না!

সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শবনম বুবলী বলেন, ‘ওর (শাকিব খান) হাত ধরেই আমার সিনেমার ক্যারিয়ার শুরু হয়েছে। এ ইন্ডাস্ট্রিতে আসা ওর জন্যই। ও আমায় অনেক কিছুই শিখিয়েছে, দেখিয়েছে। আমরা একসঙ্গে পাঁচ বছর কাজ করেছি। আর আমরা এখন একই পরিবারের অংশ, ফলে ভালোবাসা আর শুভেচ্ছা তো থাকেই সব সময়।’

এখান থেকেই উসকে গিয়েছে জল্পনা। তবে কি আবারও কাছাকাছি আসছেন শাকিব-বুবলী। মাঝে তার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় ফের প্রাক্তন অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ভালো হয়। তারা কাছাকাছি আসেন। কিন্তু এর মাঝে কি সমীকরণ আবারও বদলেছে? সেটা সময়ই বলবে।

শবনম বুবলী জানিয়েছিলেন, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়। এরপর ২০২০ সালে তাদের সংসার আলো করে আসে সন্তান শেহজাদ খান বীর। কিন্তু ছেলের জন্মের কথাও পর্যন্ত তারা প্রকাশ্যে আনেননি। দুই বছর পর ২০২২ সালে বীরের বিষয় প্রকাশ্যে আনেন এবং বিয়ের কথা জানান। এরপরই হঠাৎ বুবলীর সঙ্গে সম্পর্ককে অবৈধ বলে ঘোষণা করেন শাকিব। তবে আপাতত শাকিব খান বিদেশে রাজকুমার ছবির শুটিংয়ে ব্যস্ত। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন ছবি দরদের পোস্টার।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ