বগুড়া শাজাহানপুর উপজেলার চক চোপিনগর আকন্দ পাড়ার যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
(১৬ জানুয়ারী) বৃহস্পতিবার বিকাল ৪.৩০ ঘটিকায় চক- চোপিনগর (আকন্দ পাড়া)ধাঁনসিড়ির মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল টুর্নামেন্ট খেলার নির্ধারিত সময়ের মধ্য চক-চোপিনগর আকন্দপাড়া কালোদল ইয়ং বয়েজ কে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন চক-চোপিনগর আকন্দপাড়া নীলদল সুপার স্টার।
সমাজসেবক ফজলুল হকের সভাপতিত্বে
সাংবাদিক সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও পুরুষ্কার বিতরণ করেন বগুড়া জেলা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপি'র সভাপতি এনামুল হক শাহীন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও চোপিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো:মোজাফফর রহমান, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, সংবাদ বুলেটিন প্রকাশক মুঞ্জুরুল ইসলাম (রিপন)।
অনান্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ক্যাশিয়ার রফিকুল ইসলাম উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক ইবনে সাউদ,জাসাস নেতা বিপুল,বিএনপি নেতা নূর হোসেন চেরু, সাগর,শামীম,শাকিল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল ম্যাচ উপভোগ করতে বৃহস্পতিবার বিকালে চক চোপিনগর ধানসিঁড়ির খেলার মাঠে ফুটবল প্রেমী দর্শক মাঠের চারপাশে জমায়েত হন খেলা উপভোগ করার জন্য ।