বগুড়া শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকায় হর্টিকালচার এর নার্সারি মসজিদের পাশে অজ্ঞাত দূর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত ব্যক্তি চট্টগ্রাম পটিয়া উপজেলার বাকখাইন গ্রামের মুহাম্মদ ইসমাইল এবং চেমন আরা বেগম দম্পতির ছেলে সাইফুল ইসলাম(২২)।
সোমবার(২জুন) দিবাগত রাত ১১টা থেকে ২টার মধ্যে অজ্ঞাত দূর্বৃত্বরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অজ্ঞাত এক রিক্সা চালক তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার (২জুন) দুপুর সোয়া ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
ঘটনাস্থলের কাছেই জনৈক ওসমান আলীর বাড়িতে ভাড়া থাকতেন সা্ফিুল ইসলাম। প্রায় ৫ বছর ধরে তিনি এএইচ খাঁন কোম্পানিতে এড়িয়া ম্যানেজার হিসেবে শাজাহানপুর থানা এলাকায় কর্মরত ছিলেন।
লাশ পরিবারের কাছে হস্তান্তর করা জয়েছে। এই ঘটনায় মঙ্গলবার শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে বলেন, শাজাহানপুর থানা এলাকায় বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড এর গন্ডগ্রাম হটিকালচার নার্সারি মসজিদের পার্শ্বে ভিকটিমের ভাড়া বাসায় যাওয়ার পথে অজ্ঞাত দূর্বৃত্তরা পূর্ব পরিকল্পিত ভাবে সাইফুল ইসলোমকে ছুরিকাত করে। পরে চিকিৎসাধিন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ৩০২/৩৪ ধারায় থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।