বগুড়ার শাজাহানপুর উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে ১২ বস্তা সার জব্দ করা হয়।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার আড়িয়া বাজারের ‘মেসার্স নুর কৃষি ভান্ডার’–এ এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।
প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্ধারিত দামে প্রতি বস্তা টিএসপি সারের মূল্য ১,৩৫০ টাকা হলেও, ওই প্রতিষ্ঠানটি প্রতি বস্তা ১,৭৫০ টাকায় বিক্রি করছিল। কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনিয়মিতভাবে বিক্রির জন্য রাখা ১২ বস্তা সার জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ বলেন, কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া কোনোভাবেই বরদাশত করা হবে না। কৃষকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজা। এ ছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোসাদ্দেক হোসেন শাওন ও জেলা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেন।
স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি ভর্তুকির সুবিধা যেন ন্যায্যমূল্যে পেতে পারি, সে জন্য নিয়মিত নজরদারি প্রয়োজন।