বগুড়ার শাজাহানপুর মাঝিড়া কালী মন্দির এলাকায় অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে হতাশাগ্রস্ত নিতাই চন্দ্র (৩২) নামে এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।
নিহত নিতাই চন্দ্র পেশায় একজন সেলুন ব্যবসায়ী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন এবং এতে সব অর্থ হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন।
বুধবার (১৫ অক্টোবর) রাতে তিনি নিজের বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করলে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।