৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দিলেন থানা বিএনপি সভাপতি শাহীন

spot_img

বগুড়া শাজাহানপুর উপজেলা ৯ টি ইউনিয়নের গুচ্ছগ্ৰামগুলোতে গিয়ে ১ হাজার অসহায়-দরিদ্র পরিবারের মাঝে শুক্রবার (২৮ মার্চ) দিনভর ঈদ উপহার নিয়ে হাজির হোন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ এলাকার বিপন্ন এসব মানুষের পাশে দাঁড়িয়ে, তাদের প্রয়োজনীয় ঈদ বস্ত্র উপহার দিচ্ছেন।

এনামুল হক শাহীনের ব্যক্তিগত তহবিল থেকে ঈদের আনন্দে অসহায় পরিবারের সঙ্গে সঙ্গী হতেই এই উদ্যোগ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে প্যাকেট মোড়কে মধ্যে সেমাই চিনি, শাড়ী,লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করছেন এনামুল হক শাহীন। অসহায় পরিবারের এসব সদস্যরা ঈদ উপহার পেয়ে খুশিতে আত্মহারা,ঈদের খুশির হাসি ফুটেছে তাদের মুখে।

উপজেলার ডোমনপুকুর গুচ্ছ গ্ৰামের মালেক ও আলেয়া বলেন, ‘এবারে ঈদে আমাদের খুব কষ্ট হচ্ছিল। এমন সময় শাহীন ভাইয়ের ঈদ সামগ্রী পেয়ে আমরা অনেক খুশি। আল্লাহ তার মঙ্গল করুন।’

মানুষের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে এনামুল হক শাহীন বলেন, অসহায় ও দুস্থদের জন্য বিএনপি রাজনীতি করে। আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াই। সেই বোধ থেকেই আমাদের আজকের এ আয়োজন।

তিনি আরও বলেন, আমরা চাই সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। আমরা চাই ঈদের আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়। আমরা সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চাই। যাদের সামর্থ্য নেই তারাও যেন ভাল ভাবে ঈদ করতে পারে। তাই আমাদের এ ক্ষুদ্র চেষ্টা।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সহ-সভাপতি মোজাফফর রহমান, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন যুগ্ম সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, বিএনপি নেতা আজাদ, জানে আলম বাদশা, মোশারফ, মামূন, রকি,সুমনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ