বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়াস্থ প্রফেসর ক্লিনিকে চিকিৎসাধীন উপজেলা বিএনপির সহ-তথ্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেনের পুত্র রিফাতুজ্জামান রিফাতের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে তিনি ক্লিনিকে যান এবং রিফাতের চিকিৎসা ও সার্বিক অবস্থার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় ক্লিনিকের সত্ত্বাধিকারী ও শাজাহানপুর থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাফ্ফর রহমান,সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিনস, বিএনপি নেতা মঞ্জুর কাদের মন্টু, , আনোয়ার হোসেন মাষ্টারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এনামুল হক শাহীন অসুস্থ রিফাতের দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।