৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে বার্মিজ চাকুসহ আসামি গ্রেফতার,মোবাইল উদ্ধার

spot_img

বগুড়ার শাজাহানপুর থানার ফুলতলা এলাকায় দস্যুতার ঘটনায় খোয়া যাওয়া মোবাইল ফোন ও একটি অত্যাধুনিক বার্মিজ চাকু (সুইচ গিয়ার) উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে পূর্বে একাধিক মামলার এজাহারনামীয় আসামি মোঃ আকাশ সরকারকে (২২) গ্রেফতার করা হয়েছে।

থানার মামলার নং-১১, তাং-০৯/০৬/২০২৫ ইং, ধারা-৩৯২ দণ্ডবিধি, জিআর-২২৫/২৫ (শাজাহানপুর) অনুযায়ী জানা যায়, ভুক্তভোগী রাকিব (২০), পিতা- মোঃ মানিক মিয়া, বর্তমানে জামিলনগর, বগুড়া পৌরসভার বাসিন্দা, তিনি তার বন্ধু মোঃ লিটনের সঙ্গে গত ৮ জুন রাত ৯টা ৪৫ মিনিটে সাতমাথা থেকে একটি অটোরিকশায় করে নানার বাড়ি মালগ্রাম যাচ্ছিলেন। পথে ফুলতলা এলাকায় পৌঁছলে চালক তাদের নামিয়ে দিয়ে চলে যায়। এরপর তারা সামান্য এগোতেই এক অজ্ঞাতনামা ব্যক্তি সুইচ গিয়ারের বার্মিজ চাকু দেখিয়ে রাকিবের সিলভার কালারের পুরাতন Oppo স্মার্টফোনটি ছিনিয়ে নিয়ে যায়।

রাস্তায় লোকজনের উপস্থিতি টের পেয়ে দস্যুটি পালিয়ে যায়। এ ঘটনায় রাকিব বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করলে তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ ময়নুল ইসলাম অভিযানে নামেন।

পরদিন সকাল ৭টা ৩০ মিনিটে মালগ্রাম চাপরপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত মোঃ আকাশ সরকার (পিতা- মোঃ জাহিদুল ইসলাম, মাতা- আংগুরী বেগম) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে লুন্ঠিত Oppo স্মার্টফোন ও একটি সিলভার রঙের সুইচ গিয়ার বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ দস্যুতার ঘটনার দায় স্বীকার করেন। পুলিশ জানায়, তিনি ছিনতাই, দস্যুতা ও চোরচক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে আগেও ছয়টি মামলা রয়েছে, যেগুলো বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ) ওসি) মোঃ শফিকুল ইসলাম জানায়, দস্যুতা ও অস্ত্র ব্যবহারের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত এই আসামিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, এমন অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিয়ে সমাজকে নিরাপদ রাখতে হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ