১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণকাজের উদ্বোধন করলেন ইউএনও

spot_img

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে ভূমি অফিস ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ইউনিয়নের ডেমাজানী বলিহার রাজ কাছারি চত্বরে আনুষ্ঠানিকভাবে ভবনের লে-আউট কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান ও এবিএম মনির, আমরুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুরুজ্জামান মাসুদ, ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হাসান, সহকারী শিক্ষক অমল কুমার সাহা, আশুতোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট প্রকৌশল কর্মকর্তারা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ভূমি অফিস ভবন নির্মিত হলে ইউনিয়নের জনগণ ভূমি সংক্রান্ত সেবা সহজে ও দ্রুততার সঙ্গে পাবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

তারা আরও বলেন, ঐতিহ্যবাহী ডেমাজানী বলিহার রাজ কাছারি চত্বরে নতুন ভবন নির্মাণের মাধ্যমে ভূমি সেবায় নতুন গতি ও স্বচ্ছতা আসবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ