বগুড়ার শাজাহানপুরে অস্ত্র, বিস্ফোরক এবং হত্যাচেষ্টা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ লতিফুল বারী দুলু (৬৭), শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার রাধানগর এলাকার মৃত বদির উদ্দিন ছেলে।
থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ নভেম্বর (২০২৪) দায়ের হওয়া শাজাহানপুর থানার মামলা নং-০১ (জিআর নং-৩২৪/২০২৪)-এর তদন্তে মোঃ লতিফুল বারী দুলুকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। মামলায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯এ ধারা, দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৪১/৩২৪/৩০৭/৩০২/১১৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৩/৪ ধারা উল্লেখ রয়েছে।
তাঁকে গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মোঃ লতিফুল বারী দুলু একাধিক মামলার আসামি ।