বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হয়রত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতের শেষ প্রহরে সিরাজগঞ্জে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হয়রত আলীর বিরুদ্ধে রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার কারণে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান ,গ্রেফতারকৃত হয়রত আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।