
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) রাতে উপজেলার আড়িয়া ইউনিয়নের জামুন্না গ্রামের বগুড়াপাড়া পানির ট্রাংকির দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—একই গ্রামের মো. রবিন ইসলাম (২২), পিতা আব্দুস সালাম এবং মো. সুমন হাসান (২০), পিতা লুৎফর রহমান।
শাজাহানপুর থানার এসআই (নিঃ) মো. আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ সময় রবিন ইসলামের দেহ তল্লাশিতে একটি কলম সাদৃশ্য বস্তুতে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২২ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর আসামি সুমন হাসান তাকে মাদক ব্যবসায় সহায়তা করছিলেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।