
বগুড়া জেলার শাজাহানপুরে অভিযান চালিয়ে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে শাজাহানপুর থানার উপপরিদর্শক (নিঃ) মো. নুরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোহাইল ইউনিয়নের পালাহার গ্রামস্থ শাহিন মেম্বারের বাড়ির দক্ষিণ পাশের ইটের ছলিং রাস্তা থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন— মো. সিদ্দিকুর রহমান (৪২), মৃত অজিবর আলী ফকির ছেলে, এবং মো. মানিক (৩২), মৃত দিলবর ছেলে। দুজনেই বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গছাইল গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে সিদ্দিকুর রহমানের কাছ থেকে ২০ পিস এবং মানিকের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।