১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ইউনিয়নে জামায়াতে ইসলামী যুব সমাবেশ অনুষ্ঠিত

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমরুল ইউনিয়ন শাখার যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় নগর আজিরন রাবেয়া মহিলা আলিম মাদরাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আমরুল ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আমিনুর রহমান সিহাবের সঞ্চালনায় ও সভাপতি মো. আশরাফুল মান্নান সামাউনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহসভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা এবং শাজাহানপুর-গাবতলী আসনে মনোনীত প্রার্থী জননেতা গোলাম রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের শাজাহানপুর উপজেলা নায়েবে আমীর আব্দুল লতিফ, উপজেলা শাখার সহসেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মোখলেছুর রহমান মকুল, ওলামা বিভাগের সভাপতি মাওলানা কাওছার আলী, সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন, ইউনিয়ন আমীর মাওলানা মাহবুবুর রহমান মোমিন, নায়েবে আমীর মাওলানা লুৎফর রহমান, সেক্রেটারি মাওলানা নাজমুল হক, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিল্টন হোসেন লিটন, সেক্রেটারি জহুরুল ইসলাম লিটনসহ স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী বলেন,  যারা ১৭ বছর এ দেশের মানুষের ওপর জুলুম করেছে, তারা আজ পালিয়ে বেড়াচ্ছে। শেখ হাসিনার কণ্ঠে যারা কথা বলছে, তাদের পরিণতিও একই হবে। সরকারকে আহ্বান জানাই—কোনো দলের দালালি না করে জনগণের পক্ষে দাঁড়ান। আগামী নির্বাচনে কোরআনের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ