
বিজ্ঞ আদালতে বিচারাধীন পূর্বের এক ডজন (১২) টি মাদক মামলা সহ সর্বমোট ১৪ টি মামলার আসামি মাদক ব্যবসায়ী ’আব্দুল রাজ্জাক নীলু’ (৫৪) হেরোইনসহ আটক।
মঙ্গলবার (১৪) অক্টোবর সকাল ৬টা ৩০ মিনিটে বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়নের অন্তর্গত বড়ইতলা নামক স্থানে জনৈক মোঃ নজরুল ইসলাম এর বাড়ীর সামনে দুবলাগাড়ী টু শাহানগরগামী পাকা রাস্তার উপর হতে আসামি মোঃ আব্দুল রাজ্জাক নীলুকে ০৭ (সাত) গ্রাম হেরোইনসহ আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ।
আটককৃত আব্দুর রাজ্জাক নীলু উপজেলার জোকা মোল্লাপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। সে বিজ্ঞ আদালতে বিচারাধীন ১২টি মাদক মামলা সহ মোট ১৪টি মামলার আসামি।
বিষয়টি নিশ্চিত করেছেন, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাস পলাশ। তিনি জানান, আসামির হেফাজত হতে ০৭ (সাত) গ্রাম হেরোইনসহ আটক করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।